সরকারি পদে নিয়োগ সাময়িকভাবে স্থগিত রেখেছে কেন্দ্র, সম্প্রতি এমনই একটি দাবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম চ্যানেলে ভাইরাল হয় ভিডিওটি, এরপরই প্রশ্ন তোলে সাধারণ মানুষ। SSC, UPSC, ভারতীয় রেল-সহ আরও একাধিক সরকারি পদে আকস্মিক কেন বন্ধ করে দেওয়া হল নিয়োগপ্রক্রিয়া? ভুয়ো তথ্যের সত্যের উদঘাটন করল প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি), তাদের দাবি নিয়োগপ্রক্রিয়া বন্ধের তথ্যটি পুরোপুরি ভিত্তিহীন।<br /><br /><br />#PIBFactCheck<br />#RecruitmentsForGovernmentPosts<br />#LatestLYBangla
